ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

শিক্ষা

জবির ‘হল দখলকারী’ ফিরোজ রশিদের কুশপুতুল দাহ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
জবির ‘হল দখলকারী’ ফিরোজ রশিদের কুশপুতুল দাহ

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সৈয়দ নজরুল ইসলাম হল দখলের অভিযোগ এনে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদের কুশপুতুল পোড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ঢাকা জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ের সামনে ‘জবি ছাত্র শিক্ষক পরিষদ’র ব্যানারে মানববন্ধন শেষে ফিরোজ রশিদের এ কুশপুতুল পোড়ানো হয়।


 
মানববন্ধনে প্রধান অতিথি জবির ছাত্র কল্যাণ পরিষদের চেয়ারম্যান অধ্যাপক নাসির  আহমেদ বলেন,  সৈয়দ নজরুল ইসলাম হলটি গত বছর রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে লিজ পেয়েছি। বছর ঘুরতে না ঘুরতেই তা আবার বেদখল হতে চলেছে।

তিনি বলেন, যদি হলটি একটি নির্দিষ্ট মুক্তিযোদ্ধা পরিবারকে দেওয়া হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের হাজারো মুক্তিযোদ্ধার সন্তানকে অবহেলা করার সুযোগ কোথায়? অর্থই বা কি?

মানববন্ধন শেষে জবি ছাত্র কল্যাণ পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল ফজল মীর।

পরে ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন জবির প্রতিনিধি দলকে লিজ নবায়নের ব্যাপারে আশস্ত করে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমকে হলের কাগজপত্র প্রস্তুত রাখার নির্দেশ দেন ।

সম্প্রতি কাজী ফিরোজ রশিদ জবিকে একটি ডিও লেটার প্রদান করেন। ওই লেটারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সৈয়দ নজরুল ইসলামটি ছেড়ে দিতে বলা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
আইএএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।