ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

শিক্ষা

উপাচার্যের পদত্যাগের দাবিতে শাবিতে মানববন্ধন

শাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
উপাচার্যের পদত্যাগের দাবিতে শাবিতে মানববন্ধন

সিলেট (শাবি): উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদের সদস্যরা।

বুধবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. সামসুল আলম, যুগ্ম আহ্বায়ক ড. মুস্তাবুর রহমান, প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল, প্রফেসর ড. ইয়াসমিন হক, ভারপ্রাপ্ত প্রক্টর এমদাদুল হক, অধ্যাপক ড. আশরাফুল আলম, অধ্যাপক অনোয়ারুল ইসলামসহ পরিষদের বিভিন্ন সদস্যরা।

মানববন্ধনে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উল্লেখ করে শিগগিরই ভিসির পদত্যাগের দাবি জানানো হয়।

১২ এপ্রিল শিক্ষকদের বেধে দেওয়া সময়ের মধ্যে ভিসি পদত্যাগ না করলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ৩৭টি পদ থেকে ৩৫ জন শিক্ষক পদত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।