ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

শিক্ষা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের সভা

ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে সংগঠনটির এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলা নতুন বছর উপলক্ষে একে অপরকে শুভেচ্ছা জানানো ও আগামীতে সংগঠনের বিভিন্ন কর্মপন্থা নিয়ে আলোচনা হয়েছে। এতে দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ’র পরিচালক (জনসংযোগ) মো. লুতফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ'র পরিচালক (জনসংযোগ) মো. মনিরুল ইসলাম রিন্টু, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-ইউল্যাবের নাসিমা খন্দকার, ইস্টার্ন ইউনিভার্সিটি’র মোহাম্মাদ ইমতিয়াজ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র আবু সাদাত, ইনডেপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র হাসান সাইমুম ওয়াহাব, সাউথইস্ট ইউনিভার্সিটি’র মো. ইউসুফ আল মামুন, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র মামুন উল মতিন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র আব্দুল মতিন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র মো. আনোয়ার হাবিব কাজল, নর্দান ইউনিভার্সিটি’র শেখ মাহবুব রহমান, বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি’র নায়ীম আহমেদ, গণ বিশ্ববিদ্যালয়ের মো. ফরহাদ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ’র আহসান হাবী ও আব্দুল খালেক, ইউরোপিয়ান ইউনিভার্সিটি’র সোহেল আরমান প্রমুখ।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের এই সংগঠনটি আগামীতে প্রতিমাসেই এ ধরনের সদস্য সভার আয়োজনের পাশাপাশি বিভিন্ন কর্মসূচিও হাতে নেবে।

বাংলাদেশ সময়: ০৫২৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।