ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবিতে উপাচার্যের কার্যালয়ে ছাত্রলীগের তালা

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
নোবিপ্রবিতে উপাচার্যের কার্যালয়ে ছাত্রলীগের তালা

নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) উপাচার্য নিয়োগ ও ছাত্র রাজনীতি চালুসহ সাত দফা দাবিতে ভারপ্রাপ্ত উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৩টায় নোবিপ্রবি ছাত্রলীগের নেতা আবদুল হামিদ বাপ্পির নেতৃত্বে নেতাকর্মীরা ভারপ্রাপ্ত উপাচার্য ড. আবুল হোসেন বরাবর স্মারকলিপি প্রদান করে।

পরে বের হয়েই তারা উপাচার্যের কার্যালয়ে তালা লাগিয়ে দেয়।

ছাত্রলীগের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, আবাসিক হলসমূহে  নিরাপত্তা বৃদ্ধি, ওয়াইফাই সুবিধা চালু, ক্যাম্পাসে নিরাপদ খাবার পানি সরবরাহ প্রভৃতি।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা আবদুল হামিদ বাপ্পি  বাংলানিউজকে জানান, আমাদের দাবি মানা ছাড়া আমাদের অবস্থান থেকে সরে যাব না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নেওয়াজ মো. বাহাদুর বাংলানিউজকে জানান, “উপাচার্যের সঙ্গে আলাপ করছি, সিদ্ধান্ত হলে জানাতে পারব।

এ বিষয়ে উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মো. আবুল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত (বিকেল সাড়ে ৫টা) ছাত্রলীগ নেতাকর্মীরা উপাচার্যের কার্যালয়ের সামনে এখনো বিক্ষোভ প্রদর্শন করছেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।