ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

শিক্ষা

গণ বিশ্ববিদ্যালয়ের সিমেস্টার ফাইনাল ৩০ এপ্রিল

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
গণ বিশ্ববিদ্যালয়ের সিমেস্টার ফাইনাল ৩০ এপ্রিল

গণ বিশ্ববিদ্যালয়: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ১৪টি বিভাগের সিমেস্টার ফাইনাল পরীক্ষা আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হবে। চলবে আগামী ১৫ মে পর্যন্ত।



শনিবার (১৮ এপ্রিল) পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে বিষয়টি জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মীর মূর্তজা বলেন, সিমেস্টার ফাইনাল পরীক্ষার সব প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে। অধিকাংশ বিভাগে ক্লাসও শেষ হয়ে গেছে। আগামী ৩০ এপ্রিল থেকে সকাল এবং দুপুর দুই সিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার ১৪টি বিভাগে প্রায় ৩ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

বাংলাদেশ সময়: ০৫২০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।