ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

শিক্ষা

ঈশ্বরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
ঈশ্বরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: জেলার ঈশ্বরগঞ্জের সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৯১ সালের ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে সাবেক শিক্ষক ও বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের ৯১ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘আমরা ক’জন’র পক্ষ থেকে এ সংর্বধনা দেওয়া হয়।



দিনব্যাপী ওই অনুষ্ঠানমালায় ছিল পবিত্র ধর্মগ্রন্থ পাঠ, শিক্ষক-শিক্ষার্থীদের স্মৃতিচারণ, শিক্ষকদের সম্মাননা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোহাগী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক একেএম সিরাজুল হক এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকার।

এ সময় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান (আসাদ), বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান, সোহাগী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন অল রসিদ, ৯১ সালের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আব্দুল গফুর ফকির, আমরা ক’জন অনুষ্ঠানের আহ্বায়ক মো. বাছির উদ্দিন, যুগ্ন-আহ্বায়ক মো. আনোয়ার হোসেন বাদল, মো. মজিবুর রহমান প্রমুখ।

পরে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫ 
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।