ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

শিক্ষা

বিইউতে আধুনিক শিক্ষাদান পদ্ধতি বিষয়ক কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
বিইউতে আধুনিক শিক্ষাদান পদ্ধতি বিষয়ক কর্মশালা

ঢাকা: বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) আধুনিক শিক্ষাদান পদ্ধতি বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরে বিইউ’র ক্যাম্পাসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য কামরুল হাসান।
 
তিনি বলেন, আধুনিক মানুষ গড়তে আধুনিক শিক্ষার কর্মকৌশল জানার বিকল্প নেই। যতবেশি কৌশল আর প্রযুক্তি নির্ভর হওয়া যাবে ততবেশি শিক্ষার অগ্রগতি হবে।
 
কর্মশালায় নেওয়া প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের জন্য সহায়ক ও অর্জিত বিদ্যা শ্রেণিকক্ষে প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ভারপ্রাপ্ত  উপাচার্য।
 
কর্মশালায় ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোস্তফা কামাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইমাম উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর আশরাফ উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
 
দিনব্যাপী কর্মশালায় সম্প্রতি নিয়োগপ্রাপ্ত ২০ জন সিনিয়র ও জুনিয়র শিক্ষক অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে সনদপত্র প্রদান করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
আরইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।