ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

শিক্ষা

ইউজিসি অ্যাওয়ার্ড পাচ্ছেন ঢাবি অধ্যাপক জিয়াউল হক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
ইউজিসি অ্যাওয়ার্ড পাচ্ছেন ঢাবি অধ্যাপক জিয়াউল হক অধ্যাপক ড. জিয়াউল হক মামুন

ঢাকা বিশ্ববিদ্যালয়: ‘বাংলাদেশের চিকিৎসা পর্যটনের সমস্যা ও সুযোগ’ শীর্ষক গবেষণা প্রবন্ধের জন্য ‘ইউজিসি অ্যাওয়ার্ড-২০১৩’ পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. জিয়াউল হক মামুন।

সম্প্রতি ইউজিসি ড. জিয়াউল হককে তার এ পুরস্কার প্রাপ্তির কথা অফিসিয়ালি জানিয়েছে।



গবেষণা প্রবন্ধটির সহ রচয়িতা পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর সাঈদ সাদ আন্দালিব। এটি আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা পত্রিকাসহ কয়েকটি জার্নালে প্রকাশিত হয়।

অধ্যাপক ড. জিয়াউল হক মামুন এ পর্যন্ত ৪টি গ্রন্থ রচনা ও ১ টি গ্রন্থ সম্পাদনা করেছেন এবং ৮টি গ্রন্থের অংশ রচনায় অবদান রেখেছেন। এছাড়া পরিকল্পনা ও ব্যাবস্থাপনা সম্পর্কিত ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকা ও কার্যবিবরণী নিবেশনে ডক্টর মামুনের ১৩৬টিরও অধিক (৬৮ টি পত্রিকা-প্রবন্ধ ও ৬৮টি সম্মেলন-কার্যবিবরণী) প্রকাশনা রয়েছে। তিনি শিক্ষায়তনিক ও গবেষণামূলক কাজে বিশিষ্টতার জন্য ইউনিভার্সিটি অব ঢাকা ইব্রাহিম মেমোরিয়াল গোল্ড মেডেল পুরস্কার পেয়েছেন দুইবার।

বাংলাদেশ সময়: ০৬৪৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
এসএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।