ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

শিক্ষা

ছাত্রী উত্ত্যক্তকারী ছাত্রলীগ কর্মী বহিষ্কার

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
ছাত্রী উত্ত্যক্তকারী ছাত্রলীগ কর্মী বহিষ্কার

জবি: ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের কর্মী ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী নাজমুলকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিত সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।



এতে উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে জবি ছাত্রলীগকর্মী নাজমুলকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
 
এদিকে, ছাত্রীদের উত্ত্যক্ত করায় ছাত্রলীগ কর্মীকে গণধোলাই সংক্রান্ত খবর প্রকাশের পর  বিশ্ববিদ্যালয়ে কর্মরত দুই সাংবাদিকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য  বরাবর একটি মিথ্যা অভিযোগ করেন শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

ছাত্রলীগ ও প্রক্টর অফিস সূত্র জানায়, উপাচার্যের কাছে লিখিত অভিযোগে ছাত্রলীগ নেতারা জানান, ছাত্রী উত্ত্যক্তকারী গণধোলাইয়ের শিকার নাজমুল ছাত্রলীগের কেউ নয়। তার সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই। সাংবাদিকরা নাজমুলকে ছাত্রলীগ হিসেবে পরিচয় দিয়ে সংগঠনের বিরুদ্ধে অপপ্রচার করছে।

নাজমুল ছাত্রলীগকর্মী না হলে তাকে কেন বহিষ্কার করা হল এ বিষয়ে জানতে চাইলে জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলাম পরে কথা বলবেন জানিয়ে ফোন কেটে দেন।

এ বিষয়ে জানতে শাখা ছাত্রলীগের সভাপতি এফ এম শরিফুল ইসলামকে ফোন দেওয়া হলে তিনি ফোন ধরেননি।
সাংবাদিকদের বিরুদ্ধে লিখিত অভিযোগের ব্যাপারে  প্রক্টর ড. নূর মোহাম্মাদ বলেন, অভিযোগ দিলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

গত মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় বাসে ফেরার সময় ছাত্রীদের উত্ত্যক্ত করায় ছাত্রলীগকর্মী নাজমুল গণধোলাইয়ের শিকার হয়। এছ‍াড়া মারামারির ছবি তোলার সময় এক সাংবাদিককে লাঞ্ছিত করে ছাত্রলীগ নেতারা।

বাংলাদেশ সময়: ২৩১৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
আইএএ/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।