ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

শিক্ষা

জবির অর্থনীতি বিভাগের নবীনবরণ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
জবির অর্থনীতি বিভাগের নবীনবরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার ( ১২ এপ্রিল) দিনব্যাপি এ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, গ্লোবাল সমাজ প্রতিষ্ঠায় ও সামাজিক অর্থনৈতিক ব্যবসা সম্প্রসারণে অর্থনীতির শিক্ষার্থীদের ভূমিকা পালন করতে হবে।

এ কারণে পাঠ্যপুস্তক ছাড়াও শিক্ষার্থীদের এক্সটা কারিকুলাম এক্টিভিটিস্-এ অংশগ্রহণ করে সামাজিক ব্যবসার জ্ঞান অর্জন করতে হবে।

অর্থনীতি বিভাগের  চেয়ারম্যান অধ্যাপক ড. প্রিয়ব্রত পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন,বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক অধ্যাপক ড. হেলেনা ফেরদৌসী, অর্থনীতি বিভাগের প্রভাষক শেখ আবদুল কাদের প্রমুখ।

বাংলাদেশ সময় ১৮২০ ঘন্টা, ১২ এপ্রিল ২০১৫ ইং
আইএএ/কেজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।