ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

শিক্ষা

এইচএসসির ইংরেজি দ্বিতীয়পত্রে রাজশাহীতে বহিষ্কৃত ৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এইচএসসির ইংরেজি দ্বিতীয়পত্রে রাজশাহীতে বহিষ্কৃত ৯

রাজশাহী: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীন রোববার (১২ এপ্রিল) অনুষ্ঠিত এইচএসসির ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় নয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল কালাম আজাদ বিকেলে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।



তিনি জানান, পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে তাদের বহিষ্কার করা হয়। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, জয়পুরহাটে দু’জন করে ৮ জন এবং বগুড়ায় একজন রয়েছেন।

রোববার রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে আট জেলায় সর্বমোট ১৮৫টি কেন্দ্রে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৭ হাজার ৫২২ জন। তবে উপস্থিত ছিল ৯৬ হাজার ৩৫৩ জন।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।