ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

শিক্ষা

কুবি ছাত্রলীগের ২ হল কমিটি ঘোষণা

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
কুবি ছাত্রলীগের ২ হল কমিটি ঘোষণা

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের কমিটি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার পাল্টা কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) কুবি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন অর্ণব ও সৈয়দ শাহরিয়া মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই দুই হল কমিটির কথা জানানো হয়।



লোক-প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রেজা-ই-এলাহীকে সভাপতি এবং নৃ-বিজ্ঞান বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী তানভীর হাসান টিটুকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য ৫১ সদস্যবিশিষ্ট বঙ্গবন্ধু হল কমিটি করা হয়েছে।

এর আগে গত বুধবার কুবি ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুম তিন মাসের জন্য ৫১ সদস্য বিশিষ্ট একটি অপর একটি কমিটি ঘোষণা করেছেন।
 
এদিকে, লোক-প্রশাসন বিভাগের স্নাতকোত্তর শ্রেণির মো. ইলিয়াস হোসেন সবুজকে সভাপতি এবং গণিত বিভাগের তৃতীয় বর্ষের রেজাইল ইসলাম মাজেদকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট দত্ত হল কমিটি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।