ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

শিক্ষা

সোনাগাজীতে দুই এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
সোনাগাজীতে দুই এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

ফেনী: ফেনীর সোনাগাজীতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দুই এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে উপজেলার বখতারমুন্সী শেখ শহিদুল ইসলাম ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।



সোনাগাজীর বখতারমুন্সী শেখ শহিদুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোমিনুল হক বাংলানিজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোনাগাজী সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী মহিবুল হাসান (১৮) ও সায়লা মরিয়ম (১৮) বৃহস্পতিবার অনুষ্ঠিত ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় নকলের মধ্যমে অসদুপায় অবলম্বন করে পরীক্ষা দিচ্ছিল।

এ বিষয়ে জানতে পেরে ওই কেন্দ্রের পরীক্ষা কক্ষের কর্তব্যরত শিক্ষক তাদের আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুর নাহার তাদের বহিষ্কার করে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।