ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবি সাংবাদিকতা বিভাগের পুনর্মিলনীর নিবন্ধনের সময় বাড়লো

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
ঢাবি সাংবাদিকতা বিভাগের পুনর্মিলনীর নিবন্ধনের সময় বাড়লো

ঢাকা: আগামী ১৭ এপ্রিল (শুক্রবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনীতে অংশ নেওয়ার জন্য নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৩ এপ্রিল (সোমবার) পর্যন্ত নিবন্ধন করা যাবে।



পুনর্মিলনীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এতে অংশ নিতে সাংবাদিকতা বিভাগের বর্তমান শিক্ষার্থী, সদস্য ও তাদের পরিবারের প্রত্যেক সদস্যের জন্য ৩শ’ টাকা হারে চাঁদা নির্ধারণ করা হয়েছে। তবে অনুষ্ঠানে কোনো অতিথি না আনতে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে নিবন্ধনের জন্য আনোয়ারুল আজিম (০১৭১২৭৯৯২১৪), অসীম কুমার দাশ (০১১৯৬০২৮৬২৪) এবং রেজাউল হাসান আখন্দের (০১৮১১২৫৮৭৮৭) সঙ্গে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
পিআর/এটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।