ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবিতে ফিশারিজ ৫ম ব্যাচের বিদায়

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
নোবিপ্রবিতে ফিশারিজ ৫ম ব্যাচের বিদায়

নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থীদের ‘ফেয়ারওয়েল’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে তাদের বিদায়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোবিপ্রবির শিক্ষক সমিতির সভাপতি ও ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. জাহাঙ্গীর সরকার।

আরো বক্তব্য রাখেন, বিভাগের সহকারী অধ্যাপক মফিজুর রহমান রিপন, আরিফুর রহমান, প্রভাষক মো. মাহবুবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বিভাগের বর্তমান শিক্ষার্থীরা বিভিন্ন মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের বিভাগের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।