ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

শিক্ষা

দায়িত্বে অবহেলায় শিক্ষককে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
দায়িত্বে অবহেলায় শিক্ষককে অব্যাহতি ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

মেহেরপুর: চলতি এইসএসসি পরীক্ষায় ইংরেজি প্রথমপত্র পরীক্ষার হলে দায়িত্বে অবহেলার অভিযোগে বেনুয়ারা নামে এক শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)আবুল আমিন গাংনী সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে এ আদেশ দেন।



শিক্ষক বেনুয়ারা খাতুন গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজমেন্টের শিক্ষক।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন বাংলানিউজকে জানান, পরীক্ষা চলাকালীন দাযিত্বে অবহেলার অভিযোগে শিক্ষক বেনুয়ারা খাতুনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পরীক্ষা কেন্দ্রের হল সুপার সামসুল হায়দার সত্যতা নিশ্চিত করে জানান, ওই কক্ষটিতে এখন অতিরিক্ত শিক্ষককে দায়িত্ব পালন করছে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।