ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবি অধ্যাপকের মৃত্যুতে উপাচার্যের শোক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৫
ঢাবি অধ্যাপকের মৃত্যুতে উপাচার্যের শোক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অনারারি অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

বৃহস্পতিবার এক শোক বাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন একজন নিবেদিত প্রাণ শিক্ষক ছিলেন।

তিনি স্বনামধন্য ভূতত্ত্ব বিশেষজ্ঞ হিসেবে বিশ্ববিদ্যালয়ে এবং জাতীয় ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন।

শোক বাণীতে উপাচার্য মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে মোহাম্মদপুরস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া....রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের মরদেহ ৪ এপ্রিল শনিবার সকাল ১০টায় ভূতত্ত্ব বিভাগে রাখা হবে। তার ছেলে বিদেশ থেকে আসার পর ওই দিনই তাকে দাফন করা হবে।

অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন দীর্ঘদিন শিক্ষকতার পর ২০০৯ সালে বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। আমৃত্যু তিনি বিভাগে অনারারি অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।