ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

শিক্ষা

সিলেটে জাতীয় বিশ্ব. শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
সিলেটে জাতীয় বিশ্ব. শিক্ষার্থীদের মানববন্ধন

সিলেট: এক বিষয়ে পাশ করা পরীক্ষার্থীদের প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশনের  দাবিতে সিলেটে মানববন্ধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভুক্ত কলেজগুলোর সম্মান পড়ুয়া শিক্ষার্থীরা।  

রোববার (৮ মার্চ) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিগত বছরে এক বিষয়ে পাশ শিক্ষার্থীদের প্রমোট দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে আমাদের বেলায় কেন এমন অবিচার করা হচ্ছে?
 
এ সময় শিক্ষার্থীরা এক বা দুই বিষয়েও পাশ করে প্রমোট না পাওয়ার কথা উল্লেখ করে প্রমোট দিয়ে মানোন্নয়নের মাধ্যমে ভালো ফলাফলের সুযোগ দেওয়ার দাবি জানান।

এ দাবি না মানা হলে হাজার হাজার শিক্ষার্থীর জীবন বিপন্ন হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- সুজন পুরকায়স্থ, রাহুল দাশ, রাজিব কৈরি, মিঠু সরকার, জয়ন্তি গোয়ালা, হানিফ আহমদ, চন্দন দে, শাহীন আহমদ, জনি তালুকদার, অসিম দাশ, শিউলী, লিমন রায়, তুরিন, সেলিম, মুস্তাফিজুর, দিলদার, তুশার ও মুন্না প্রমুখ। মানববন্ধনে উপস্থিত ছিলেন শতাধিক ছাত্র-ছাত্রী।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।