ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

শিক্ষা

বগুড়ায় শিক্ষা সচিবের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
বগুড়ায় শিক্ষা সচিবের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে ব্যস্ত সময় কাটিয়েছেন শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান।

বুধবার (৪ মার্চ) দিনভর তিনি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।



জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাল্টিমিডিয়ায় অন্তর্ভূক্ত করা, নিজস্ব ওয়েবসাইট খোলা, শিক্ষক বাতায়নের সদস্য হওয়া, বিজ্ঞানমুখী উন্নয়নমূলক কাজসহ সার্বিক বিষয় নিয়ে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন শিক্ষা সচিব।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মো. নজরুল ইসলাম খান।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুফিয়া নাজিম, জেলার ডেপুটি কালেক্টর (এনডিসি) প্রত্যয় হাসান, অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) স্বপন কুমার সরকার, যুগ্ম সচিব (কারিগরি) আশোক কুমার বিশ্বাস, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, কারিগরি শিক্ষা বোর্ডের মহাপরিচালক মো. শাজাহান মিয়া, পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) ভারপ্রাপ্ত মহাপরিচালক আব্দুল মতিন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস প্রমুখ।   

বাংলাদেশ সময়: ২২৩৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫       

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।