ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

সৈয়দপুরে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
সৈয়দপুরে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঙ্গালিপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সমাবেশে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-০৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ আলহাজ শওকত চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে সমাবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার, ভাইস চেয়ারম্যান আকমল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলিপ কুমার বণিক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব বক্তব্য রাখেন।



উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন সমাবেশে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।