ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বৃহস্পতিবারের এসএসসি পরীক্ষা ৭ মার্চ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
বৃহস্পতিবারের এসএসসি পরীক্ষা ৭ মার্চ ফাইল ফটো

ঢাকা: অবরোধের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা হরতালের কারণে এসএসসির দশম দিনের পরীক্ষাও পেছানো হয়েছে।

বৃহস্পতিবারের (২৬ ফেব্রুয়ারি) সব পরীক্ষা আগামী ৭ মার্চ. শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।



বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান শিক্ষাসচিব নজরুল ইসলাম খান।

২২ ফেব্রুয়ারি থেকে ৭২ ঘণ্টার হরতাল ৪৮ ঘণ্টা বাড়িয়ে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত নেওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শিক্ষা সচিব বলেন, আশা করছিলাম হরতাল আর বাড়ানো হবে না। কিন্তু বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের বিপদ আর অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিতে পারি না।

উদ্বিগ্ন থাকলে কাঙ্ক্ষিত ফলও হবে না। এজন্য বাধ্য হয়ে এসএসসি ও সমমানের সব পরীক্ষা পেছাতে হলো।

৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিনে পরীক্ষা নেওয়া প্রসঙ্গে শিক্ষাসচিব বলেন, আমাদের হাতে আর বিকল্প নেই। আমরা দ্রুত পরীক্ষা শেষ কতে চাই।

৭ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাক উদযাপন করব, পরীক্ষাও চলবে। এইচএসসি পরীক্ষাও সময়মত নিতে হবে।

বৃহস্পতিবার বিভিন্ন বোর্ডে এসএসসি ও সমমানের ১৩৮টি বিষয়ের পরীক্ষা ছিলো।

এর মধ্যে এসএসসিতে আট সাধারণ বোর্ডের অধীনে ছিল বিজ্ঞান/সাধারণ বিজ্ঞান, উচ্চতর গণিত (তত্ত্বীয়), মাদ্রাসা বোর্ডে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা।

এসএসসি ভোকেশনালে নতুন সিলেবাসের ট্রেড-২ (দ্বিতীয় পত্র) ৩১টি এবং পুরাতন সিলেবাসে ট্রেড-২ (দ্বিতীয় পত্র) আরও ৩১টি বিষয়ের পরীক্ষা রয়েছে।  

আর এসএসসি দাখিলে রয়েছে ট্রেড-১ (দ্বিতীয় পত্র) এর ৩১টি এবং ট্রেড-১ (দ্বিতীয় পত্রে) মোট ৩১ বিষয়ের পরীক্ষা।

গত ৬ ফেব্রুয়ারি থেকে টানা অবরোধের মধ্যেই বিভিন্ন দাবিতে ২ ফেব্রুয়ারি থেকে সপ্তাহের প্রতি কর্মদিবসে হরতাল পালন করছে বিএনপি জোট।

হরতালের কারণে ২, ৪, ৮, ১০, ১২, ১৫, ১৮, ২২, ২৪ ও ২৬ ফেব্রুয়ারির পরীক্ষা বাধাগ্রস্ত হয়।

শুরু থেকে হরতালে বাধাগ্রস্ত হয়েছে ১০ দিনে মোট ২৭০টি বিষয়ের পরীক্ষা।

সপ্তাহের প্রতি কর্মদিবসে হরতালের কারণে ছুটির দিন শুক্র ও শনিবার পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে।

চলতি বছর ২৭ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ের এই পরীক্ষায় অংশ নিচ্ছে।

পরীক্ষার সময় হরতাল না দেওয়ার জন্য বরাবরই আবেদন-নিবেদন করে আসছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ শিক্ষার্থী-অভিভাবকরা।

বিএনপি-জামায়াত জোটের হরতালে ২০১৩ সালে এসএসসির ৩৭টি বিষয় এবং এইচএসসির ৪১টি বিষয়ের পরীক্ষা পেছানো হয়।

ওই বছরের জেএসসি-জেডিসির ১৭টি বিষয় এবং প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর দুটি বিষয়ের পরীক্ষা হরতালের কারণে পিছিয়ে দেওয়া হয়।
 
গত বছরের শেষ দিকে অনুষ্ঠিত জেএসসি-জেডিসির চার দিনে নয়টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়।

চলতি বছরের এসএসসির লিখিত পরীক্ষা আগামী ১১ মার্চের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও তা নির্ধারিত সময়ে শেষ করা যাচ্ছে না। ইতোমধ্যে হরতালের দিনের পরীক্ষা পিছিয়ে নেওয়া হয়েছে ৬ মার্চ।

পরবর্তী পরীক্ষাগুলো আরও পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছেন শিক্ষাসংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫/আপডেট : ১৬০১ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।