ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

খুবির সমাবর্তন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
খুবির সমাবর্তন স্থগিত

খুলনা: অনিবার্য কারণবশত ৪ মার্চ অনুষ্ঠেয় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৫ম সমাবর্তন স্থগিত করা হয়েছে।

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব-১ ও সিনিয়র সহকারী সচিব জন্নাতুন নাঈম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এ সংক্রান্ত পত্রটি মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ে পৌছে।

এদিন বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন সংক্রান্ত স্টিয়ারিং কমিটির জরুরি সভা হয়। সভায় সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

সভায় রাষ্ট্রপতির কার্যালয়ের পত্রানুযায়ী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়।

বাংলাদেশ সময় :  ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।