ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

এসএসসি পরীক্ষা

সিলেটে ৪র্থ দিনে অনুপস্থিত ১৭৪, বহিষ্কার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
সিলেটে ৪র্থ দিনে অনুপস্থিত ১৭৪, বহিষ্কার ৩

সিলেট: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধের মধ্যে সিলেটে মাধ্যমিক পরীক্ষার চতুর্থদিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় মোট ১৭৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে তিন শিক্ষার্থীকে।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আব্দুল মান্নান খান জানান, শনিবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় পরীক্ষা শেষ হয়। এতে অনুপস্থিত ছিল ১৭৪ জন পরীক্ষার্থী।

এদের মধ্যে সিলেট জেলা ৫৭জন, হবিগঞ্জ জেলায় ২৮জন, মৌলভীবাজার জেলায় ৭০জন ও সুনামগঞ্জ জেলায় ১৯শিক্ষার্থী রয়েছে।

এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে জানান তিনি।

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের চার জেলার ১১৯টি কেন্দ্রে ৮শ’১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।