ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জাবির সাংস্কৃতিক মেলা শুরু

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
জাবির সাংস্কৃতিক মেলা শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘ধূম্রজাল ছিঁড়ে এগিয়ে চলি সত্ত্বার সন্ধানে’ শ্লোগান নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে সাংস্কৃতিক মেলা-২০১৫। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘জলসিঁড়ি’ পাঁচদিনব্যাপী এ মেলার আয়োজন করেছে।



মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি পার্থ প্রতীম মজুমদার, সাধারণ সম্পাদক ও মেলার আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদসহ সাংস্কৃতিককর্মীরা।
পরে সেখান থেকে একটি ৠালি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণি করে একই স্থানে এসে শেষ হয়।

মেলার প্রথমদিন জলসিঁড়ির পরিবেশনায় নাটক ‘বিউটি বাজার’, দ্বিতীয়দিন বুধবার ‘ফানুস উৎসব’, তৃতীয়দিন বৃহস্পতিবার জলসিঁড়ির পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান ‘হিমালয় থেকে সুন্দরবন’, চতুর্থদিন শুক্রবার আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান ‘গল্পে গল্পে গান’ এবং শনিবার জলসিঁড়ির পরিবেশনায় নাটক ‘প্রতিচ্ছবি’ অনুষ্ঠিত হবে।

‘জলসিঁড়ি’র সভাপতি পার্থ প্রতীম মজুমদার বাংলানিউজকে বলেন, সাংস্কৃতিক মেলার যাবতীয় আয়োজন সম্পন্ন হয়েছে। আশা করি সবাই সুষ্ঠুভাবে অনুষ্ঠানগুলো উপভোগ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।