ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

হরতাল ও সহিংসতার প্রতিবাদে ববিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
হরতাল ও সহিংসতার প্রতিবাদে ববিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: দেশব্যাপী চলমান অবরোধ-হরতাল এবং সহিংসতার প্রতিবাদ ও বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জহিরুল ইসলাম, ফিরোজউল ইসলাম নয়ন, আরিফ হোসেন, ইমরান হোসেন নাঈম ও আনিলা আফরিন।

এছাড়া শিক্ষার্থীদের সঙ্গে ‍একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেন, সাধারণ সম্পাদক এম এ কাইয়ুম, সাবেক সভাপতি শফিউল আলম, তানভীর কায়সার প্রমুখ।

বক্তারা বলেন, হরতাল-অবরোধের নামে সহিংসতা, মানুষ পুড়িয়ে হত্যা বন্ধ না হলে ছাত্রসমাজ এক হয়ে প্রতিরোধ গড়ে তুলবে। তারা অবিলম্বে হরতাল-অবরোধ বন্ধের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।