ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

হবিগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
হবিগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জে এসএসসি পরীক্ষার নিরাপদ পরিবেশের দাবিতে মানববন্ধন করেছে  শিক্ষার্থীরা।

রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শহরের প্রধান সড়কের কোর্ট মসজিদের কাছে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র আল ফারাবী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আহমেদ ইমতিয়াজ তাকী।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- বাংলাদেশ যুব ইউনিয়ন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ আব্দুল হাকিম, ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের সভাপতি মাহমুদা খাঁ, সহ-সভাপতি দেবেশ ঋষি, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, বৃন্দাবন সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী শিফাত জাহান জেসি, অনার্স ৩য় বর্ষের ছাত্র পান্না সরকার, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র প্রত্যুষ চক্রবর্তী ও আবুল ফয়েজ প্রমুখ।

বক্তারা নিরাপদ ও নির্বিঘ্নে এসএসসি পরীক্ষার সুযোগ তৈরি করে দিতে সরকার ও সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।