ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম কেন্দ্রের পরিচালককে অব্যাহতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম কেন্দ্রের পরিচালককে অব্যাহতি

ঢাকা: দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের পরিচালককে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কর্মস্থল ত্যাগ, দায়িত্ব পালনে অবহেলা, কার্যপরিধির আওতাবহির্ভূত বিষয়ে সুযোগ দানের প্রস্তাব এবং অসততা, অর্থলিপ্সা ও দুর্নীতির অভিযোগের কারণে মোহাম্মদ সিরাজ উদ্দিনকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।



২১ জানুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৫৮তম সভার সিদ্ধান্ত মোতাবেক তাঁর চাকরির অবসান ঘটানো হয়।

এর আগে চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের এই কর্মকর্তাকে পরিচালকের দায়িত্ব হতে প্রত্যাহার করে বিশেষ কর্মকর্তা করা হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।