ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

কুড়িগ্রাম কারাগারে এসএসসি ও দাখিল পরীক্ষা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
কুড়িগ্রাম কারাগারে এসএসসি ও দাখিল পরীক্ষা

কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলা কারাগারে তিনজন এসএসসি পরীক্ষার্থী এবং একজন দাখিল পরীক্ষার্থীসহ মোট চার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বিশেষ ব্যবস্থায় কুড়িগ্রাম কারা অভ্যন্তরে প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয় তারা।


 
কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার লুৎফর রহমান জানান, কুড়িগ্রাম সরকারি বিদ্যালয়ের আতিকুর রহমান, শাহরিয়ার ইসলাম ও উলিপুরের মন্ডলেরহাট এমএস স্কুল অ্যান্ড কলেজের সাদেকুর রহমান এসএসসি এবং উলিপুরের উপজেলার পাঁচপীর আলিয়া মাদ্রাসার আবু নোমান কারাগারে দাখিল পরীক্ষায় অংশ নেয়।

তিনি আরও জানান, ওই চার পরীক্ষার্থী বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কুড়িগ্রাম জেলহাজতে রয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।