ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

সাভারে শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
সাভারে শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাভারে শান্তিপূর্ণভাবে এসএসসি’র প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শুরু হওয়া তিন ঘণ্টাব্যাপী এ পরীক্ষা শেষ হয় দুপুর ১২টায়।



এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় সাভার উপজেলার ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের আট হাজার ৬৮১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে ১২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিকে পরীক্ষা চলাকালে সকালে সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লা বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন। এসময় তিনি সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।
 
সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, পরীক্ষার্থীদের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্তক রয়েছে।

অন্যদিকে ধামরাইয়ের পাঁচটি কেন্দ্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।