ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দুর্বৃত্তদের আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দুর্বৃত্তদের আগুন

নোয়াখালী: নোয়াখালীর জেলা শহর মাইজদীতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কার্যালয়ে আগুন দিয়েছে অজ্ঞাত দূর্বৃত্তরা।

বৃহস্পতিবার(০৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।



স্থানীয়রা বাংলানিউজকে জানায়, রাত সাড়ে ৮টার দিকে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহিনুল ইসলাম মজুমদারের অফিস কক্ষে আগুন দেখে দায়িত্বরত নৈশ প্রহরী সাথে সাথে তা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বাংলানিউজকে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।