ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জাবি শিক্ষক কবিরুল বাশারের জেএসপিএস পদক অর্জন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
জাবি শিক্ষক কবিরুল বাশারের জেএসপিএস পদক অর্জন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাপান সোসাইটি ফর দ্যা প্রোমোশন অব সায়েন্স (জেএসপিএস) পদক পেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কবিরুল বাশার।

বাংলাদেশে জেএসপিএস-এর সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে বুধবার (০৪ ফেব্রুয়ারি) বেলা এগারোটায় এ পদক দেওয়া হয়।



পদকটি কবিরুল বাশারের হাতে তুলে দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী। এসময় কমিশনের সদস্য, সচিব ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডক্টরাল পর্যায়ে গবেষণা কার্যক্রমে অবদানের জন্য ড. কবিরুল বাশারকে এ পদক দেওয়া হয়। তিনি বাংলাদেশের ম্যালেরিয়া ও এর বাহক মশা নিয়ে গবেষণা করে সফলতা অর্জন করেন।

এ বিষয়ের উপর পৃথিবীর বিখ্যাত জার্নালে প্রায় ১০টি প্রবন্ধ ছাপা হয়। তার এ গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. টুনো নবোকো।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।