ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

সমাবর্তন বর্জনের ঘোষণা জাবি ছাত্রদলের

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
সমাবর্তন বর্জনের ঘোষণা জাবি ছাত্রদলের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন বর্জন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মো. জাকিরুল ইসলাম জাকির ও সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া এই ঘোষণা দেন।



বিবৃতিতে বলা হয়, দেশের বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীদের উপর নির্মম অত্যাচার, হামলা-মামলা ও তাদেরকে ক্লাস ও পরীক্ষা দিতে বাধা প্রদান করাসহ ছাত্রদল নেতাকর্মীদের সনদ নিতে বাধা প্রদান করায় সমাবর্তন বর্জন করা হবে।  

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।