ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

কুবির ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার ১৪-১৬ ফেব্রুয়ারি

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
কুবির ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার ১৪-১৬ ফেব্রুয়ারি

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
 
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


 
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ, ১৪ এবং ১৫ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের মেধাক্রমানুসারে ১ থেকে  ৭০০ তম পরীক্ষার্থীর সাক্ষাৎকার গ্রহণ করা হবে।  
 
১৪ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের মানবিক শাখার মেধাক্রমানুসারে ১ থেকে ৩৭৫ জন এবং ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের বাণিজ্য শাখার ১ থেকে ৭৫ জনের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
 
১৬ ফেব্রুয়ারি একই ইউনিটের বিজ্ঞান শাখার ১ থেকে ২০০ জনের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সাক্ষাৎকার শুরু হবে প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিটে।
 
এদিকে, ‘সি’ ইউনিটের বাণিজ্য শাখার মেধাক্রমানুসারে ১ থেকে ২৮৮ জনের সাক্ষাৎকার ১৪ ফেব্রুয়ারি সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। একই ইউনিটে মানবিক শাখার মেধাক্রমানুসারে ১ থেকে ২৫ জনের সাক্ষাৎকার গ্রহণ করা হবে ১৫ ফেব্রুয়ারি সকাল ০৯টা ৩০ মিনিটে।
 
এছাড়া ‘সি’ ইউনিটের বিজ্ঞান শাখার মেধাক্রমানুসারে ১ থেকে ৪০ জনের সাক্ষাৎকার নেওয়া হবে ১৬ ফেব্রুয়ারি বিকেল ৩টায়।
 
সব ইউনিটের সাক্ষাৎকার স্ব স্ব ডিন অফিসে অনুষ্ঠিত হবে। কোটাধারীদের সাক্ষাৎকার ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।  
 
সব ধরনের ভর্তি কার্যক্রম চলবে ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এ সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
 
এছাড়া, জরুরি প্রয়োজনে স্ব স্ব ইউনিট প্রধানের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়।
 
(‘এ’ ইউনিট = ০১৭১১-৩৯৮৩ ‘বি’ ইউনিট = ০১৭১৬-৮০১২৬৪ ‘সি’ ইউনিট = ০১৭১১-৮৮৮৯৮৬)
 
এর আগে, গত ৯ জানুয়ারি সাক্ষাৎকার স্থগিত করা হয়েছিল।
 
বাংলাদেশ সময়: ১৯৩৮  ঘণ্টা,  ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।