ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

শিক্ষা বাণিজ্যের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
শিক্ষা বাণিজ্যের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গত বছর বর্ধিত ফি ও সান্ধ্যকোর্সবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা এবং শিক্ষা বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বর্ধিত ফি ও বাণিজ্যিক সান্ধ্যকোর্সবিরোধী শিক্ষক-শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল বেরা হয়।



মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গ্রন্থাগারের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলমগীর হোসেন সুজনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, পদার্থ বিজ্ঞান বিভাগের আয়তুল্লাহ খোমেনী, সমাজকর্ম বিভাগের উৎসব মোসাদ্দেক, অর্থনীতি বিভাগের দিলিপ রায়, গণযোগাযোগ বিভাগের ফারুক ইমন, আক্তারুজ্জামান রাজিব, প্রাণ রসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের আরিফুল ইসলাম সনি, বাংলা বিভাগের দেবশ্রী মণ্ডল, তাসনুভা তাহরিন প্রমুখ।

সমাবেশ থেকে সারাদেশে ও দেশের বাইরের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ২ ফেব্রুয়ারিকে ‘শিক্ষা বাণিজ্য প্রতিরোধ দিবস’ হিসেবে পালনের আহ্বান জানানো হয়।

সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের বেতন-ফি বৃদ্ধি না করা, সান্ধ্যকোর্সের নামে শিক্ষা বাণিজ্য বন্ধ, শিক্ষার্থীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার করা ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের কাছে স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।