ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

পরীক্ষার্থী ছাড়া কেন্দ্রের আশপাশে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
পরীক্ষার্থী ছাড়া কেন্দ্রের আশপাশে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

ঢাকা: ‍দুই ফেব্রুয়ারি সোমবার থেকে অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষার কেন্দ্রের আশপাশে শিক্ষার্থী ছাড়া সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার জানান, “ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ (দুইশত) গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করছি। ”

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।