ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

পরীক্ষা চলাকালে অবরোধ প্রত্যাহারের আহবান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
পরীক্ষা চলাকালে অবরোধ প্রত্যাহারের আহবান ছবি: রাশেদ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা চলাকালে অবরোধ প্রত্যাহারের আহবান জানিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)।

শনিবার (৩১ জানুয়ারি) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।



মানববন্ধনে বক্তারা বলেন, কয়েক লাখ শিক্ষক ও কর্মকর্তা এসএসসি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। কিন্তু চলমান অবরোধের কারণে ১৪ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ভয়ার্ত হৃদয়ে প্রহর গুণছেন।

এ অবস্থায় জাতীয় স্বার্থে পরীক্ষার দিনগুলোতে অবরোধ প্রত্যাহারের জন্য সকল রাজনৈতিক দলের কাছে আহবান জানায় বাসমাশিস।

মানববন্ধনে রাজধানী ঢাকার অর্ধশতাধিক স্কুলের কয়েকশ’ শিক্ষক অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।