ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ত্রিশালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
ত্রিশালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নে স্থানীয় হালিমা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করা হয়।



ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি খোরশিদুল আলম মুজিব এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় বিলবোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মেজবাহ উদ্দীন সরকার।

এ সময় স্থানীয় সাংবাদিক মোহাম্মদ সেলিম, হালিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমেদ, সহকারী প্রধান শিক্ষক ছাইফুল ইসলাম, সাইদুর রহমান, শাহাব উদ্দীন প্রম‍ুখ।

পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে কলম ও স্কেল বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।