ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

রংপুরে ৩টি কোচিং সেন্টার সিলগালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
রংপুরে ৩টি কোচিং সেন্টার সিলগালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: রংপুর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ট্রেড লাইসেন্স ও নিবন্ধন না থাকায় শহরের তিনটি কোচিং সেন্টার সিলগালা করে দিয়েছে।   

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নগরীর গুপ্তপাড়া ও ধাপ এলাকায় ‘প্রাইভেট’, ‘পজিট্রন’ ও ‘এনইউসিসি’ নামে কোচিং সেন্টার সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত।



রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্টেট রাশেদুল ইসলাম নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান লাইসেন্স পরিদর্শক মোহাম্মদ আলী, লাইসেন্স কর্মকর্তা রাফিউর রহমান রাফি, সহকারী লাইন্সেস পরিদর্শক মাসুদ হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।