ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

রাবিতে লাইভ স্টক জার্নালের মোড়ক উন্মোচন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
রাবিতে লাইভ স্টক জার্নালের মোড়ক উন্মোচন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি (রাজশাহী): রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাংলাদেশ লাইভ স্টক জার্নালের প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। জার্নালটি প্রকাশ করেছে বাংলাদেশ লাইভ স্টক সোসাইটি।



বার্ষিক এই জার্নালের প্রথম সংখ্যায় ১১টি প্রবন্ধ ও তিনটি সায়েন্টিফিক নোট স্থান পেয়েছে। জার্নালটি অনলাইনেও দেখা যাবে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সম্মেলন কক্ষে জার্নালটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের এনিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান। এসময় কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, জার্নালের প্রধান সম্পাদক প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. খালেকুজ্জামান, জার্নালের নির্বাহী সচিব এনিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের প্রফেসর মো. জালাল উদ্দিন সরদার, বিভাগের সভাপতি ড. কে এম মোজাফ্ফর হোসেন, প্রক্টর প্রফেসর মো. তারিকুল হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।