ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

গণ বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
গণ বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণ বিশ্ববিদ্যালয়: গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির (গবিসাস) নবগঠিত কমিটির সদস্যরা।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তারা সৌজন্য সাক্ষাৎ করেন।



গবিসাসের সভাপতি ওমর ফারুক সোহান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাউসার মিলনের নেতৃত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গবিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ আল আজাদ, সহ সভাপতি মাসুদ আজীম, অর্থ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তারেক, দফতর সম্পাদক তাজবিদুল ইসলাম সিহাব, কার্যনির্বাহী সদস্য ইমরান হাসান জনি, পলাশ প্রমুখ।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গবিসাসের নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।