ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

মাগুরায় বেতনস্কেল কার্যকরে শিক্ষকদের র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
মাগুরায় বেতনস্কেল কার্যকরে শিক্ষকদের র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: জাতীয় বেতন স্কেল একযোগে কার্যকরের দাবিতে মাগুরায় ২৭৬টি কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকরা শহরে র‌্যালি ও জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন।
 
বৃহস্পতিবার দুপুরে মাগুরা এজি একাডেমি স্কুল প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ সময় জেলা শিক্ষক সমিতির সভাপতি আইয়ুব হোসেন অতিরিক্ত জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন।

স্মারকলিপিতে তারা জানান- জুলাই মাস থেকে সরকারি কর্মচারীদের বেতনস্কেল বাস্তবায়েনের প্রক্রিয়া শুরু হলেও বাদ পড়ে যাচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। এ অবস্থায় তারা একসঙ্গে বেতনস্কেল কার্যকরের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।