ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

অবরোধের মধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষা

নূরনবী সিদ্দিক সুইন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
অবরোধের মধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষা

ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধের মধ্যে শনিবার(১০ জানুয়ারি)সারাদেশে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২ সালের মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষা।

এদিন সকাল ৯টায় সারাদেশের মোট ৬০টি কেন্দ্রে ২৮টি বিষয়ের এ পরীক্ষা শুরু হয়।

এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ৭৪টি কলেজের ৯৮ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান বাংলানিউজকে মোবাইল ফোনে বলেন, সারাদেশে পরীক্ষা নেওয়া হচ্ছ্ আমি  বিভিন্ন কলেজ অধ্যক্ষ ও কেন্দ্রে কথা বলেছি। কোথাও কোনো সমস্যা হয়নি। পরীক্ষার্থীর উপস্থিতি অনেক ভাল বলা যায়। আপনারাও বিভিন্ন কেন্দ্রে কথা বলে দেখতে পারেন।

ঠিক কতজন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছেন তা বিকেলের দিকে জানা যাবে বলেও জানান তিনি।

সর্বশেষ ২৫ জানুয়ারি রোববার গণিত পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এ পর্বের মাস্টার্স পরীক্ষা। এর পরে শুধু থাকবে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা।

অনেক পরীক্ষার্থীই ভেবেছিলেন ঢাকার বাইরের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরীক্ষা হয়তো পেছানো হবে, কিন্তু শেষ পর্যন্ত ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা চলবে বলে জানায়।

এদিকে অবরোধের মধ্যে শুক্রবার(৯ জানুয়ারি’২০১৪) জনতা ব্যাংক কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা নেয়। কিন্তু আবেদন করা অনেক প্রার্থী অবরোধে ঢাকায় আসতে না পেরে পরীক্ষায় অংশ নিতে পারেনি। অন্যদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শু্ক্রবারের নিয়োগ পরীক্ষা স্থগিত করে।

উল্লেখ্য, সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ কর্মসূচির শনিবার চলছে পঞ্চম দিন। দূরপাল্লার বাস বন্ধ থাকায় রাজধানীর সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে আছে। কিছু রুটে স্বল্প সংখ্যক বাস ছাড়লেও নিরাপত্তাহীনতার কারণে যাত্রীর সংখ্যা ছিল কম। পুলিশ এবং বিজিবির নিরাপত্তার মধ্যেই কিছু বাসে হামলার ঘটনা ঘটে।

অবরোধে দেশের বিভাগ ও জেলা শহরের মোতায়েন করা হয়েছে আইন শৃংঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। রাজধানীর গণপরিবহন চলাচল অনেকটা স্বাভাবিক হলেও ঢাকার বাইরে তা খুব একটা চলছে না।

শনিবার ভোরে কুমিল্লার নাঙ্গলকোট এলাকায় নাশকতাকারীরা রেললাইনের ফিস প্লেট তুলে ফেলায় নাউতী এলাকায় চট্টগ্রামগামী মহানগর গোধূলী ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়। এতে করে প্রায় ৬ ঘণ্টা চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ থাকে।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।