ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

আনন্দ স্কুলের শূন্য পাস প্রতিষ্ঠান বেশি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
আনন্দ স্কুলের শূন্য পাস প্রতিষ্ঠান বেশি

ঢাকা: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শূন্য পাস বিদ্যালয়ের সংখ্যা ৫৭ টি। পরীক্ষায় ৮৮ হাজার ৬২ টি প্রতিষ্ঠান থেকে ৯৭৪ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

দেশের ২ হাজার ৩৯৩ টি আনন্দ স্কুলের মধ্যে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ৫৭ টি। এসব স্কুলের ৯৭৪ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।  

নন রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ হাজার ২০৩ টি বিদ্যালয়ের মধ্যে শূন্য পাশ প্রতিষ্ঠানের সংখ্যা ২৪ টি।

দেশের মোট ৩৭ হাজার ২৪১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শূন্য পাশ প্রতিষ্ঠানের সংখ্যা ৩ টি।

রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৮৮ টি। এসব স্কুলে কোনো শূন্য পাস প্রতিষ্ঠান নেই।

৫০৪ টি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৫৬ টি পরীক্ষণ বিদ্যালয়ের মধ্যে শূন্য পাস প্রতিষ্ঠান নেই।

‍অস্থায়ী রেজিঃ/ অনুমতিপ্রাপ্ত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়য়ের সংখ্যা ১৮৮টি। এগুলোর মধ্যে ১ টি প্রতিষ্ঠানে পাসের সংখ্যা শূন্য। ১৬ হাজার ৩৪৮ টি কিন্ডার গার্টেনের মধ্য থেকে ২৫ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশের সংখ্যা শূন্য। ১ হাজার ৬৮৯টি এনজিও স্কুলের মধ্যে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ৭ টি।

৭৪টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ২ টি।

১ হাজার ৮৩০ টি উচ্চ বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ২ টি।

প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে ব্রাকের ১ হাজার ৭৬০টি শিক্ষা প্রতিষ্ঠান। শূন্য পাসের কোনো প্রতিষ্ঠান নেই।

১১৩ টি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২ টি থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি। ২৫ হাজার ১৬৬টি নতুন জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১ টি প্রতিষ্ঠানে পাসের সংখ্যা শূন্য।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ