ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

প্রাথমিকে সারাদেশে ৩য় মাইলস্টোন প্রিপারেটরি স্কুল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
প্রাথমিকে সারাদেশে ৩য় মাইলস্টোন প্রিপারেটরি স্কুল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মেধাতালিকায় দেশসেরা বিদ্যালয়গুলোর মধ্যে ৩য় স্থান অর্জন করেছে রাজধানী উত্তরার মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল।

এবছর মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ১ হাজার ১৩৩ জন ছাত্র-ছাত্রী প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেয়।

পাসের হার ১০০%।

উত্তীর্ণদের মধ্যে জিপিএ- ৫ পেয়েছে ১হাজার ৫৬ জন এবং ‘এ’ গ্রেড পেয়েছে ৭৭ জন শিক্ষার্থী।

উল্লেখ্য, মাইলস্টোন কলেজের অন্তর্ভুক্ত মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল ২০১৩ সালেও সারাদেশে ৩য় স্থান এবং ২০১২ সালে  ৪র্থ স্থান অধিকার করেছিল।

শিশু বান্ধব পড়ার পরিবেশ, দক্ষ শিক্ষক শিক্ষিকা এবং অভিভাকদের সর্বাত্মক সহযোগিতার ফলে প্রত্যাশা মতো ভালো ফল হচ্ছে। বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কর্নেল(অব.) নুরন্ নবী।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ