ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

বাকৃবির একাডেমিক কাউন্সিল নির্বাচনে বিএনপিপন্থিদের জয়

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
বাকৃবির একাডেমিক কাউন্সিল নির্বাচনে বিএনপিপন্থিদের জয়

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একাডেমিক কাউন্সিল নির্বাচনে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সোনালী দল বিজয়ী হয়েছে।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত ওই নির্বাচনে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামকে হারিয়ে সবগুলো পদে জয়লাভ করেন সোনালী দলের প্রার্থীরা।

নির্বাচনে ২৬৬ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ফিন্যান্স কমিটির সদস্য হিসেবে ১৭১ ভোট পেয়ে কৃষি অনুষদের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবুল হাশেম ও আন্ত‍ঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক বোর্ডের সদস্য হিসেবে ১৬৮ ভোট পেয়ে ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক মো. আরিফুল ইসলাম বিজয়ী হন।

বিশ্ববিদ্যালয় পরিষদের দুটি সদস্য পদে কৃষি অনুষদের অ্যাগ্রো ফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান ১৪৯ ভোট পেয়ে ও পশুপালন অনুষদের পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আবুল হাশেম ১৬৩ ভোট পেয়ে বিজয়ী হন।

ইন্টার ডিসিপ্লিনারি সেন্টার ফর ফুড সিকিউরিটির সদস্য হিসেবে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম হারুণ-অর-রশিদ ১৫৬ ভোট পেয়ে বিজয়ী হন।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সদস্য সচিব হিসেবে রেজিস্ট্রার দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ