ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

শতভাগ পাসে এগিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
শতভাগ পাসে এগিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যা ৭২ হাজার ৫৭টি। এবারের পরীক্ষায় শতভাগ পাস করা ৮৯ হাজার ৯১২টি প্রতিষ্ঠান থেকে ২০ লাখ ৩৪ হাজার ৫০ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।

শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের হার মোট শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ দশমিক ১৪ শতাংশ।
 
দেশের মোট ৩৭ হাজার ২৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২৯ হাজার ৪৪৭টি।
 
রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৮৮টি। শতভাগ পাস করেছে ৭০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
 
৫০৪টি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৭০টি প্রতিষ্ঠান শতভাগ পাসের তালিকায় রয়েছে।
 
অনুমতিপ্রাপ্ত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৮৮টি। এগুলোর মধ্যে ১৬২টি প্রতিষ্ঠানের পাসের হার শতভাগ।
 
১৬ হাজার ৩৪৮টি কিন্ডারগার্টেনের মধ্য থেকে ১৫ হাজার ৪৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে।
 
১ হাজার ৬৮৯টি এনজিও স্কুলের মধ্যে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৩৭৭টি।
 
৭৪টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৫৭টি।
 
২ হাজার ২০৩টি নন রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শতভাগ প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৬৪২টি।
 
১ হাজার ৮৩০টি উচ্চ বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৪২২টি।
 
প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে ব্র্যাকের ১ হাজার ৭৬০টি শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৬৬৯টি।
 
২ হাজার ৩৯৩টি আনন্দ স্কুলের মধ্যে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ২৯৮টি।
 
১১৩টি শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৮৬টি থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
 
‘১৫০০টি বিদ্যালয়’ এর ২৫৯টি বিদ্যালয় পরীক্ষায় অংশ নিয়েছে। শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২২৫টি।
 
২৫ হাজার ১৬৬টি নতুন জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৯ হাজার ৩২টি প্রতিষ্ঠানের পাসের হার শতভাগ।
 
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রকাশিত প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৭.৯২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৩৬ হাজার ৪৪১ জন। গত ২৩ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় ২৭ লাখ ৮৮ হাজার ৫৪৪ জন

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘন্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ