ঢাকা, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩১, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ শাবান ১৪৪৬

শিক্ষা

জেএসসিতে তৃতীয় মতিঝিল আইডিয়াল স্কুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
জেএসসিতে তৃতীয় মতিঝিল আইডিয়াল স্কুল ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টফোর.কম

ঢাকা: রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল এবারের জেএসসি পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেছে। অন্যদিকে পিএসসি পরীক্ষায় ধরে রেখেছে গতবারের অর্জিত ৪র্থ স্থান।



স্কুলটিতে জেএসসি পরীক্ষার্থী ছিলো ১৪শ’ ৫৪ জন। এদের মধ্যে পাস করেছে ১৪৫৩জন। ফেল করেছে মাত্র একজন। গতবছর জেএসসিতে দ্বিতীয় স্থান অধিকার করলেও এবার স্কুলটি তৃতীয় স্থান অধিকার করল।

অন্যদিকে পিএসসি পরীক্ষায় গতবারের ৪র্থ স্থান ধরে রেখেছে স্কুলটি। এবার পিএসসি পরীক্ষায় মোট ১৫শ’ ৭৯জন পরীক্ষার্থী অংশ নেয়।
JSC_JDC_

JSC_JDC_


মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১২টায় স্কুলটির অধ্যক্ষ ড. শাহান আরা বেগম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

পিএসসি রেজাল্ট এখনো হাতে পৌঁছায় নি বলে তিনি বাংলানিউজকে জানান। জেএসসিতে কতজন জিপিএ-৫ পেয়েছে সেটি এখন গণনা করা হচ্ছে বলেও জানান তিনি।

জেএসসি পরীক্ষায় এবার একধাপ নিচে নেমে তৃতীয় স্থান অধিকারের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন,  এটা সম্পূর্ণ আপেক্ষিক ব্যাপার। ওঠা-নামা করতেই পারে।  

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।