ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

ফারইস্ট ইউনিভার্সিটির অ্যাডমিশন ফেয়ার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪
ফারইস্ট ইউনিভার্সিটির অ্যাডমিশন ফেয়ার শুরু

ঢাকা: ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্প্রি-২০১৫ সেমিস্টারে মাসব্যাপী অ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় অ্যাডমিশন ফেয়ারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন।



অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্তিত ছিলেন, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের এক্সিকিউটিভ সেক্রেটারি মো. আবদুল্লাহ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মতিউর রহমান, মোহাম্মদ আব্দুল আজিজ, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম মোজাম্মেল হক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ ও রেজিস্ট্রার।

অনুষ্ঠানে বক্তরা বলেন, অ্যাডমিশন ফেয়ার উপলক্ষে ছাত্রছাত্রীদের ভর্তি ফি-তে ৫০ শতাংশ বিশেষ ছাড় এবং অন্যান্য সুযোগ সুবিধা থাকছে। বর্তমানে ফারইস্ট বিশ্ববিদ্যালয়ের চারটি ফ্যাকাল্টির অধীনে বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এ সুবিধা পাবেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ