ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

জার্মান হাইকমিশনার গণ বিশ্ববিদ্যালয়ে

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪
জার্মান হাইকমিশনার গণ বিশ্ববিদ্যালয়ে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে বাংলাদেশ এবং জার্মানির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত জার্মানির হাইকমিশনার ড. ফারদিনেন্ড ভন হোয়ে।



সোমবার (২২ ডিসেম্বর) সকালে ক্যাম্পাসের ৪১৭ নম্বর রুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মেসবাহ উদ্দিনের সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ভৌত এবং গাণিতিক বিদ্যা অনুষদের ডিন ড. হাসিন অনুপমা আজহারী।

সেমিনারে জার্মানির হাইকমিশনার বাংলাদেশ-জার্মানির মধ্যকার সুসম্পর্কের কথা উল্লেখ করেন। এ সময় শিক্ষার্থীদের কিভাবে অতি সহজে জার্মানিতে পড়াশোনার সুযোগ করে দেওয়া যায়, সে বিষয়ে আলোচনা করেন এ শিক্ষার্থীদের পরামর্শ দেন। তিনি জানান, বর্তমানে জার্মানিতে প্রচুর মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে।

সেমিনারে গণ বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার আবু মোহাম্মদ মোকাম্মেল বলেন, সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা অনেক কিছু জানতে পেরেছেন। ভবিষ্যতে আবারও এ ধরনের সেমিনার আয়োজন করা হবে।

সেমিনারের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী হাসান মোহাম্মদ মোহাই মীন বলেন, সেমিনারে আলোচিত বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল। এর মাধ্যমে আমরা আমাদের ক্যারিয়ার সম্পর্কে জানতে পেরেছি, যা আমাদের অনেক সাহায্য করবে।

এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাসহ প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী সেমিনারে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ