ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

বগুড়ায় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪
বগুড়ায় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মানববন্ধন

বগুড়া: বগুড়ায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ ও জাতীয় পে-স্কেলে অন্তর্ভ‍ুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন পালন করেছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট বগুড়া জেলা শাখা।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের সাতমাথায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।



সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক প্রভাষক রিয়াজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় মহাসচিব আজিজুল হক রাজা।

সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাধারণ সম্পাদক মমিনুর রশিদ সাহিন, সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি হাফিজুর রহমান, মোখছেদুল আলম, সদর উপজেলা ঐক্য জোটের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম, শিক্ষক নেতা কে এম পান্না, আব্দুল হাই, আশরাফুল আলম আপেল, নাজমা আকতারসহ অন্যরা।

বক্তারা অবিলম্বে চাকরি জাতীয়করণসহ জাতীয় পে-স্কেলের অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে কঠোর আন্দোলনের হুমকি দেন।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ